ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুন্দরগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির রেজা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
সুন্দরগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির রেজা জয়ী আব্দুর রশিদ রেজা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) আব্দুর রশিদ রেজা লাঙ্গল প্রতীকে ২ হাজার ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল্লাহ-আল-মামুন নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট।

 

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মারুফ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।  


সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে ১৪ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন ও মহিলা ৭ হাজার ২০৮ জন।

 

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।