ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জে ৪টিতে আ.লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
সিরাজগঞ্জে ৪টিতে আ.লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পাঁচ পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে চারটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।  

শনিবার (১৬ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

 

বেসরকারি ফলাফলে সিরাজগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা নৌকা প্রতীকে ৬৮ হাজার ৩৪৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাইদুর রহমান বাচ্চু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬৮৯ ভোট।  

রায়গঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র আবদুল্লাহ আল পাঠান নৌকা প্রতীকে ৮ হাজার ৯২০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭৫ ভোট। উল্লাপাড়ায় আওয়ামী লীগের বর্তমান মেয়র এস.এম.নজরুল ইসলাম নৌকা প্রতীকে ২৪ হাজার ৫০৯ ভোট পেয়ে পুনরায় জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১শ ৩৩ ভোট।  

বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা নারিকেল গাছ প্রতীকে ১৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র বেগম আশানুর বিশ্বাস নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট। এছাড়াও কাজিপুরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হান্নান তালুকদার।

জেলা রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।