ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হরিণাকুণ্ডুতে এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হরিণাকুণ্ডুতে এক ব্যক্তির কারাদণ্ড প্রতীকী

ঝিনাইদহ: নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৯ নম্বর চটকাবাড়িয়া ভোট কেন্দ্রে রাজু আহমেদ (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান এ রায় দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রাজু ঝিনাইদহ শহরের রোস্তম আলীর ছেলে।

ম্যাজিস্ট্রেট আসাদুর জামান বাংলানিউজকে জানান, ভোট কেন্দ্রে গিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করায় রাজুকে আটক করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭৩ ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।