ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বান্দরবান পৌরসভার মেয়র বেবী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
বান্দরবান পৌরসভার মেয়র বেবী

বান্দরবান: চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী নৌকা প্রতকী নিয়ে ৯ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ড থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুসারে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা ধানের শীষ প্রতীক নিয়ে পান ৪ হাজার ৫৩৩ ভোট।

 

অন্যদিকে, নারিকেল গাছ প্রতীক নিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন ২ হাজার ১৪৭ ভোট পান, বিধান লালা মোবাইল ফোন প্রতীক নিয়ে ৯৮৫ ও মোহাম্মদ শাহজাহান লাঙল প্রতীক নিয়ে পান ১৩২ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবান জেলা নির্বাচন কার্যালয়ে রিটানিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলরদের নাম ঘোষণা করেন। এসময় তিনি জানান, বান্দরবান পৌরসভার এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।