ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেওয়ানগঞ্জ পৌরভোট স্থগিত করলো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
দেওয়ানগঞ্জ পৌরভোট স্থগিত করলো ইসি

ঢাকা: আইনি জটিলতার কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষণা করলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভার ভোট হচ্ছে না।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা (সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা) একেএম আব্দুল্লাহ বিন রশিদকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন। এজন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দিয়েছে ইসি।

আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, একজন প্রার্থীকে অন্তর্ভুক্ত করার জন্য আদালত প্রথমে নির্দেশনা দিয়েছিলেন। আমরা সেই প্রার্থীকে অন্তর্ভুক্ত করে কার্যক্রম গ্রহণ করেছিলাম। এখন আদালত আবার সেই আদেশ স্থগিত রেখেছে। ফলে ওই প্রার্থীকে বাদ দিয়ে কার্যক্রম অব্যাহত রাখার পর্যাপ্ত সময় নেই। তাই নির্বাচন স্থগিত করা হয়েছে।

যে সব পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছিল ইসি। এগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও রাউজান, জামালপুরের জামালপুর সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর, রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর, ভোলা সদর ও চরফ্যাশন, চাঁদপুরের মতলব ও শহরাস্তি।

এছাড়া অন্য পৌরসভারগুলোর মধ্যে রয়েছে- ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুরের শিবচর, ময়মনসিংহের নান্দাইল, যশোর সদর ও গাজীপুরের কালীগঞ্জ।

চট্টগ্রামের রাউজান পৌরসভায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে যশোর সদর পৌরসভা নির্বাচন। শুক্রবার স্থগিত হলো দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট। আর অন্য ধাপ থেকে যোগ হয়েছে সৈয়দপুর পৌরসভা। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি ২৯টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।