ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পছন্দের প্রার্থীর সমর্থনে শরীরে ২০০ বোতল! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
পছন্দের প্রার্থীর সমর্থনে শরীরে ২০০ বোতল!  পছন্দের প্রার্থীর সমর্থনে শরীরে ২০০ বোতল

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে (বোতল প্রতীক) সমর্থনে এক অভূতকাণ্ড ঘটিয়েছেন শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবক। শরিফুল তার সারা শরীরে প্লাস্টিকের বোতল বেঁধে পছন্দের প্রার্থীর পক্ষে ঘুরাফেরা করছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভাটির ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। শরিফুল ওই পৌরসভার হেলায় গ্রামের আনছার আলী ছেলে।

জানা যায়, দুপুরে শরিফুল তার সারা শরীরে প্লাস্টিকের বোতল বেঁধে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিমের (বোতল প্রতীক) সমর্থনে নির্বাচনী ভোট কেন্দ্র এলাকায় ঘুরাফেরা করছিলেন। এ সময় বিষয়টি কেন্দ্রের দায়িত্ব থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আকতার চৌধুরীর চোখে পড়ে। পরে শরিফুলকে ধরে আনিয়ে তার শরীরে ২০০ বোতল দিয়ে বানানো প্রতীক খুলে ফেলতে বলা হয়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।  

শরিফুলের সারা গায়ে প্লাস্টিকের বোতল লাগানো দেখে ওই এলাকার অনেকেই ভিড় জমান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।