ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

শিবগঞ্জের উপনির্বাচনে জুলফিকার আলি নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
শিবগঞ্জের উপনির্বাচনে জুলফিকার আলি নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২ নম্বর শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদের (শূন্যপদে) উপ-নির্বাচনে জুলফিকার আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন অফিস।  

এর আগে, এ ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে।

এই নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ১৩২৯ ভোট পেয়ে জুলফিকার আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল হোসেন মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ১১১১। এছাড়া ইসমাইল হক ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ১৯১ ভোট ও আব্দুল করিম তালা প্রতীকে ভোট পেয়েছেন ৫৫৮ ভোট।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, এ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। এ কেন্দ্রে চার হাজার চারজন ভোটারের মধ্যে ভোটারাধিকার প্রয়োগ করেন ৩ হাজার ২২৬ জন।

উল্লেখ্য, এই ওয়ার্ডের সদস্য বারিউল ইসলাম ডাবলু মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।

বাংলোদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।