ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজশাহীর ২ পৌরসভাতেই নৌকার জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
রাজশাহীর ২ পৌরসভাতেই নৌকার জয়

রাজশাহী: পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে রাজশাহীর দুটি পৌরসভায় ভোটগ্রহণ করা হচ্ছে। একটি চারঘাট।

অন্যটি হলো জেলার দুর্গাপুর পৌরসভা। রাজশাহীর এই দুই পৌরসভাতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে দুই পৌরসভায় পৃথকভাবে ফল ঘোষণা করা হয়।

এতে দেখা যায় রাজশাহীর চারঘাট পৌরসভায় আওয়ামী লীগের একরামুল হক নৌকা প্রতীকে ১৪ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকিরুল ইসলাম বিকুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১২ ভোট।

যদিও ককটেল বিস্ফোরণের পর রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল ভোট বর্জন করেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌঁনে দুইটায় চারঘাট মিঞাপুরে নিজ বাসভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

এদিকে রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী তোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে ৮ হাজার ৮০৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী জার্জিস হোসেন সোহেল পেয়েছেন ৬ হাজার ৪০১ ভোট।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।