ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৪ পৌরসভায় ভোট: মধ্যরাতের পর প্রচার নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
৪ পৌরসভায় ভোট: মধ্যরাতের পর প্রচার নয়

ঢাকা: ৩১ মার্চ অনুষ্ঠেয় চার পৌরসভা নির্বাচনের প্রচার শেষ মধ্যরাত ১২টায়। এরপর আর প্রচার চালানো যাবে না।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখা জানায়, বুধবার (৩১ মার্চ) যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু ৩১ মার্চ সকাল ৮টায়। সেই হিসেবে সোমবার মধ্যরাত ১২টার পর আর প্রচার নয়।

ইতোমধ্যে ভোটের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৫৪ ঘণ্টার জন্য বাইক চলাচল বন্ধ থাকবে। আর ভোটের দিন বন্ধ থাকবে সকল ধরনের যান চলাচল।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ইইউডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।