ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

২৭ এপ্রিলের পরের ৯০ দিনে পাপুলের আসনে উপনির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
২৭ এপ্রিলের পরের ৯০ দিনে পাপুলের আসনে উপনির্বাচন

ঢাকা: করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সব ধরনের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার (০৪ এপ্রিল) ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনে আগামী ২৭ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১(১) অনুচ্ছদের ক্ষমতাবলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত শূন্য আসনে ১১ এপ্রিল ২০২১ তারিখে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ৪ মার্চ ২০২১ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ০৭ মার্চ ২০২১ তারিখে প্রকাশিত হয়। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনের নির্বাচন সংক্রান্ত ৪ মার্চ ২০২১ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করা হলো।

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) এর শর্তানুসারে দেশে করোনা সংক্রমণ দৈব-দুর্বিপাকজনিত কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হইবে না বলিয়া প্রধান নির্বাচন কমিশনার মনে করেন।

এমতাবস্থায় জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনে নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হইবে না বিধায় পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে অনুষ্ঠিত হইবে। নির্বাচনের সময়সূচি পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হইবে। ’

একাদশ জাতীয় সংসদে এ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল। গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত পাপুলকে কারাদণ্ডে দণ্ডিত করায় তার লক্ষ্মীপুর-২ আসনটি ২২ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য ঘোষণা গেজেট নির্বাচন কমিশনে পাঠানো হলে গত ৩ মার্চ উপনির্বাচনের তফসিল দেয় ইসি।

শূন্য আসনে নির্বাচনের বিধান অনুযায়ী, ২৮ জানুয়ারি থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে লক্ষ্মীপুর-২ আসনে ভোটগ্রহণ করতে হবে। এক্ষেত্রে আগামী নব্বই দিন পূর্ণ হবে ২৭ এপ্রিল। এর আগেই আসনটিতে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তার সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে আরো নব্বই দিন সময় নিলেন। এ ক্ষেত্রে আসনটিতে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে ভোট নেবে ইসি।

পাপুলের বিরুদ্ধে কুয়েত সরকার মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ এনে তাকে ২০২০ সালের ৭ জুন আটক করেছিল। তারপর বিচারকাজ শেষে দেশটির আদালত ২৮ জানুয়ারি রায় দেন। তার স্ত্রী সেলিনা ইসলামও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।