ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন ইসি কর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
পিকআপভ্যানের  ধাক্কায় প্রাণ হারালেন ইসি কর্মী ইসি কর্মী আজমত আলী

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ডাটা এন্ট্রি অপারেটর আজমত আলী (৩৪)।  

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালীগঞ্জে নাগরী বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

 

বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন উত্তরা থানা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম। নিহত আজমত আলী উত্তরা নির্বাচন অফিসেই কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, আজমত সিরাগঞ্জের উল্লাহপাড়ার আক্কেল আলীর ছেলে।

জানা গেছে, ঘটনাস্থলে ঢাকা মেট্রো-ন-২০০৯২৩ নম্বরের একটি পিকআপভ্যানের ধাক্কায় আজমত আলী নিহত হন। এ সময় আহত হয়েছেন তার সহযাত্রী অপারেটর মো. উজ্জল কবির।  তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ইইউডি/এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।