ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটারদের উপস্থিতি ভালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
ভোটারদের উপস্থিতি ভালো

ঢাকা: প্রথম ধাপের স্থগিত ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়।

বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

১১ ইউপি ও নয়টি পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মাঠ কর্মকর্তারা জানিয়েছে, ভোটের আগের রাতে কয়েকটি স্থানে সহিংস ঘটনা ঘটলেও ভোটদানে কোনো অসুবিধা হচ্ছে না। কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ ভালো।

ইভিএমের নির্বাচনগুলোতেও ভোটার উপস্থিতি ভালো। নির্বিঘ্নে, শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ হচ্ছে।

ফরিদপুর, বাগেরহাটসহ কয়েকটি জেলা কর্মকর্তারা বলছেন, ভোটের হার কোনো কোনো কেন্দ্রে অর্ধেক ছাড়িয়ে গেছে। অর্থাৎ ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে তাদের ধারণা।

প্রথম ধাপের ইউপি নির্বাচনেও ৬০ শতাংশের মতো ভোট পড়েছিল।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছে, ১৬০ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪৪ জন, চেয়ারম্যান পদে মোট প্রার্থী রয়েছেন ৫০০ জন। সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী ১ হাজার ৯৪৮ জন ও সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ৬ হাজার ২৮৪ জন।

এদিকে নয় পৌরসভার মধ্যে তিনটি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। আর বাকি পৌরসভায় মেয়র পদের লড়াইয়ে রয়েছেন ২৭ জন।

প্রথম ধাপের ২১ জুন ২০৪টি ইউনিয়নে নির্বাচন হয়েছিল। এ ২০৪ ইউপিতে ২৮ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।