ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নীলফামারী পৌরসভার ভোট ২৮ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
নীলফামারী পৌরসভার ভোট ২৮ নভেম্বর

নীলফামারী: সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১০ বছর স্থগিত থাকা নীলফামারী পৌরসভার নির্বাচন এবার হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) যে ১০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, তার মধ্যে রয়েছে নীলফামারী পৌরসভার নাম।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই শেষ হবে ৪ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

নীলফামারী পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ্জামান। তিনি বলেন, সীমানা সংক্রান্ত  জটিলতার মামলায় এতদিন পৌরসভা নির্বাচন স্থগিত ছিল। বাদী মামলা প্রত্যাহার করায় এই জটিলতার অবসান ঘটে।

নীলফামারী পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।