ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেন্দ্র দখল করে ব্যালটে নৌকায় সিল, ভোট বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
কেন্দ্র দখল করে ব্যালটে নৌকায় সিল, ভোট বন্ধ প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৬ নম্বর রাতইল ইউনিয়ন পরিষদ কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকেরা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দেওয়ায় দুপুর ১২টা থেকে ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

এর আগে, নৌকা প্রতীকের প্রার্থী বি এম হারুন অর রশিদ পিনুর একদল সমর্থক অতর্কিতভাবে ভোট কেন্দ্রে হামলা চালায়।

এসময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, ২ পুলিশ সদস্য ও সাংবাদিকসহ ৫ জন লাঞ্চিত হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দুইটা) ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।