ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বোচাগঞ্জে ৪টিতে আ.লীগ, ২টিতে বিএনপি বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
বোচাগঞ্জে ৪টিতে আ.লীগ, ২টিতে বিএনপি বিজয়ী

দিনাজপুর: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ৪টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বোচাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আযম এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়ন পরিষদে বিএনপির প্রার্থী শাহনেওয়াজ পারভেজ শাহান মোটরসাইকেল প্রতীকে ৭৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে শাহাজান আলী  পেয়েছেন ৫১৯৬ ভোট।

নৌকা প্রতীক নিয়ে ২ নম্বর ঈশানিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী উৎফল রায় বুলু জয় পেয়েছেন। ৯৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম নুর আনারস প্রতীকে পেয়েছেন ৫৫৫১ ভোট।

এদিকে ৩ নম্বর মুশির্দহাট ইউনিয়ন পরিষদে বিএনপির ওয়াক্কাস কাঞ্চন আনারস প্রতীকে ৫৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী জাফর উল্লাহ পেয়েছেন ৫৭৫৯ ভোট।  

নৌকা প্রতীক নিয়ে ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদ থেকে জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রার্থী নুরুন্নবী চৌধুরী। ৮১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (বিদ্রোহী আওয়ামী লীগ) আনারস প্রতীকে পেয়েছেন ৩৫৬৪ ভোট।  

নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবু ৫ নম্বর ছাতইল ইউনিয়ন পরিষদে ৪৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের বিএনপি  প্রার্থী সফির উদ্দিন পেয়েছেন ৪৩৬০ ভোট।

৬ নম্বর রণগাঁও ইউনিয়ন পরিষদে ৬৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী নিমাই চন্দ্র দেব শর্মা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল কালাম আজাদ  অটোরিকশা প্রতীকে পেয়েছেন ২০৭৪ ভোট।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।