ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

আচরণবিধি ভঙ্গ করায় নবীগঞ্জে ২ প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
আচরণবিধি ভঙ্গ করায় নবীগঞ্জে ২ প্রার্থীকে জরিমানা

হবিগঞ্জ: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬ নম্বর কুর্শি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ দু’জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে এ জরিমানা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

জানা গেছে, আচরণ বিধিমালার ৭ ও ১১ নম্বর বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচার চালানোর দায়ে কুর্শি ইউপিতে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী খালেদুর রহমানকে পাঁচ হাজার ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আপেল প্রতীক নিয়ে সদস্য পদপ্রার্থী শাহ শামসুল আলমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বাংলানিউজকে বলেন, উপজেলার প্রতিটি ইউপিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার নামে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।