ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোপন কক্ষে যাওয়ায় পোলিং কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
গোপন কক্ষে যাওয়ায় পোলিং কর্মকর্তা প্রত্যাহার

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলার মীর্জানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ করায় নির্বাচনী পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করেছে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পরশুরাম উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। ওই পোলিং কর্মকর্তা এক বৃদ্ধাকে ভোটকেন্দ্রে বাটন টিপে সহযোগিতা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাৎক্ষণিক তাকে প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসএইচড/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।