ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পইল ইউপি নির্বাচন

জাল ভোট দেওয়ায় নারীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
জাল ভোট দেওয়ায় নারীর কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত সুলতানা আক্তার

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পাঁচ নম্বর পইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে আটক সুলতানা আক্তার (৫০) নামে এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ নভেম্বর) দুপুরের দিকে ওই ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত সুলতানা ওই ইউনিয়নের বাসিন্দা।  

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে অন্য এক নারী ভোটারের জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেন সুলতানা। এ সময় ইউনিয়নের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক এবং পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে হবিগঞ্জের সহকারী জজ ইসলাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে আটক সুলতানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

জেলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পইল ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, দণ্ডপ্রাপ্ত সুলতানা বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।