ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় আটক ২ ...

বরিশাল: নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অ‌ভি‌যো‌গে বরিশালের বাবুগঞ্জে দুই যুবক‌কে আটক করা হ‌য়ে‌ছে।

‌রোববার (২৮ ন‌ভেম্বর) সকা‌লে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তা‌দের আটক করে পুলিশ।

আটক রমজান (২৪) বরিশালের বাকেরগঞ্জ ও শুভ ( ২৬) মুলাদি উপজেলার বাসিন্দা।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আবু সালেহ মো. ইশতিয়াক জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দুইজন বহিরাগত তরুণ অযথা ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ আটক করে। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগের ২৪টি ইউনিয়নে রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

‌বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ন‌ভেম্বর ২৮,  ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।