ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বোরকা পরিয়ে পুরুষদের নাচানো সেই প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
বোরকা পরিয়ে পুরুষদের নাচানো সেই প্রার্থী বিজয়ী

কুমিল্লা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে সংরক্ষিত সদস্য পদে এক নারী প্রার্থীর প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচতে দেখা যায়। ৩১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

রোববার (২৮ নভেম্বর) নির্বাচনের ফলাফলে দেখা যায় তিনি তিন হাজার ৬৭ ভোট পেয়ে জিতে গেছেন।

ওই নারী প্রার্থী কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা। নাম মোসা. পুতুল বেগম। তিনি উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী ছিলেন।

পুতুল বেগম জানান, তিনি সূর্যমুখী প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। দিনরাত প্রচারণা ও মানুষের ভালোবাসার কারণে জিতে গেছেন তিনি।

গত ১৫ নভেম্বর বিকেলে তার পক্ষে একটি মিছিল বের হয়। সেখানে বেশ কয়েকজন পুরুষ বোরকা পরে গানের তালে তালে নেচে গেয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চান। মিছিলের নেতৃত্ব দেন পুতুল বেগম। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে হাস্যরসের সৃষ্টি হয়।

 



>>> নারী প্রার্থীর প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচ! ভিডিও ভাইরাল

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।