ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

নির্বাচন ও ইসি

২ প্রার্থীর মধ্যে উত্তেজনা, ১ জনের রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
২ প্রার্থীর মধ্যে উত্তেজনা, ১ জনের রহস্যজনক মৃত্যু ছবি: সংগৃহীত

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর এক সমর্থকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম রফিক মিয়া (৫০)। তিনি মোড়াকরি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টায় বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন সুমনের লোকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় দুই পক্ষের লোকজন মারামারির প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এরপর রফিক মিয়া হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার ব্যথা কমলে বাড়িতে নিয়ে আসা হয় ও রাত আড়াইটায় পুনরায় অসুস্থ হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন জানান, রফিক মিয়া চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন সুমনের সমর্থক। রাতে প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম মোল্লা ফয়সলসহ কয়েকজন রফিককে হুমকি দেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ উভয়পক্ষকে শান্ত করে। রফিক মিয়া কি কারণে মারা গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

রাত ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তখন পর্যন্ত লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।