ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

নির্বাচন ও ইসি

হরিনাকুন্ডুতে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
হরিনাকুন্ডুতে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০ 

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

রোববার (১২ ডিসেম্বর) সকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুর রমিহ মোল্লা জানান, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শ্রীফলতলা গ্রামের সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম মেম্বার (সদস্য) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার সকালে ভোট চাওয়াকে কেন্দ্র করে এলাকার একটি চায়ের দোকানে সাইদুলের সমর্থক জমির লস্করকে মারধর করেন রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।