ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

হাজীগঞ্জে জানালা ভেঙে নৌকার প্রার্থীকে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
হাজীগঞ্জে জানালা ভেঙে নৌকার প্রার্থীকে গুলি

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম মজিবুর রহমানকে ঘরের জানালা ভেঙে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে মাস্ক পরা একদল দুর্বৃত্ত বাসভবনের দ্বিতীয় তলার জানালা ভেঙে তাকে গুলি করেন।

তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। গুলি তার কপালের একাংশ ঘেঁষে যায়। এতে তিনি কিছুটা আহত হয়েছেন।  

ঘটনার পর প্রথমে মুজিবুর রহমানকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

আহত মজিবুর রহমানের ছেলে জনি বাংলানিউজকে বলেন, নির্বাচনী কাজ শেষ করে রাত পৌনে ১টার দিকে আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আমার বাবার রুমের জানালা ভাঙার শব্দ শুনতে পেয়ে বাবা সেদিকে তাকালে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুলির শব্দে লাফ দিয়ে সরে যাওয়ায় বাবার কপালের কাছে চোখের কাছ ঘেঁষে গুলি চলে যায়। এতে বাবা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

তিনি আরো বলেন, গুলি বর্ষণকারীরা মাস্ক পরা থাকায় বাবা চিনতে পারেননি। হামলাকারীরা পাঁচ থেকে ছয়জন ছিল। তাদের মধ্যে একজন মই বেয়ে বিল্ডিংয়ের দোতলায় উঠে জানালা ভেঙে গুলি করেন। বাবার চিৎকার শুনে এসময় আশপাশের মানুষ ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।  

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেননি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।