ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক নির্বাচন

তৈমুরের সমর্থনে সরে দাঁড়ালেন আরেক মেয়র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
তৈমুরের সমর্থনে সরে দাঁড়ালেন আরেক মেয়র প্রার্থী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ।

রোববার (১৯ ডিসেম্বর) রাতে নগরীর মাসদাইরের মজলুম মিলনায়তনে উপস্থিত হয়ে তৈমুর আলম খন্দকারকে সমর্থন জানিয়ে এ ঘোষণা দেন তিনি।

অ্যাডভোকেট সুলতান মাহমুদ মহানগর বিএনপির কার্যকরী সদস্য ও নারায়ণগঞ্জ সোসাইটির সভাপতি।

এর আগে তৈমুর আলম খন্দকার নির্বাচনে প্রার্থী হবার পর তাকে সমর্থন জানিয়ে মনোনয়ন পত্র জমা দেননি সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। এছাড়া মনোনয়ন পত্র কিনেও নির্বাচন না করার ঘোষণা দেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সুলতান মাহমুদ জানান, তৈমুর ভাই আমাদের নেতা এবং সিনিয়র যোগ্য নেতা। ইতোমধ্যে দলের সিনিয়র নেতারাও তৈমুর ভাইয়ের পক্ষে নেমেছেন। তাই দলের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে আমিও নির্বাচন থেকে সরে যাচ্ছি। প্রত্যাহারের দিন আমি নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেব। আমি তৈমুর ভাইয়ের পক্ষে আছি, তার পক্ষেই কাজ করব।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।