ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, মাধবপুরে ২ প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, মাধবপুরে ২ প্রার্থীকে জরিমানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, মাধবপুরে ২ প্রার্থীকে জরিমানা

হবিগঞ্জ: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ইউপি সদস্য পদপ্রার্থীকেও জরিমানা করা হয়।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার জগদীশপুর ইউপিতে এ ঘটনা ঘটে। বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন।

ওই দুই প্রার্থী হলেন- বিদ্রোহী প্রার্থী মো. নাসির উদ্দিন খান (আনারস প্রতীক)। তাকে দু’ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যজন হলেন- নোয়াপাড়া ইউনিয়নের সদস্য পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। তাকেও একই পরিমাণ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন। এ সময় সেখানে নবীগঞ্জ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দুই প্রার্থী দেয়ালে পোস্টার লাগিয়ে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০০৬ অমান্য করেছেন। এজন্য দু’জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আরও কয়েকজন প্রার্থীকে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।