ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সোনাগাজীতে কেন্দ্র দখলে বাধা, গুলিবিদ্ধ ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
সোনাগাজীতে কেন্দ্র দখলে বাধা, গুলিবিদ্ধ ১১

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় কেন্দ্র দখল করতে যায় মেম্বার প্রার্থী ওমর ফারুক সজিবের পক্ষের লোকজন। এতে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে সজীবের লোকজন গুলি ছোড়ে।

এ ঘটনায় মা-শিশুসহ ১১ জন গুলিবিদ্ধ হয়েছে।  

রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলো- শিশু আসমা আক্তার, তা মা ফাতেমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবী, মিয়া সাহেব ও রাজ। শিশু আসমা ও তার মা ফাতেমাসহ ছয়জন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা অন্যান্য হসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।  

স্থানীয়রা জানান, সজিব কেন্দ্র দখল করতে চাইলে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তিনি অতর্কিতভাবে গুলি ছোড়েন।  

দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। এ কেন্দ্রে ছয়জন মেম্বার প্রার্থী রয়েছে। তাদের মধ্যে বিরোধ রয়েছে।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্র মারমা জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণ চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।