ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুমারখালী-খোকসায় নৌকার ভরাডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
কুমারখালী-খোকসায় নৌকার ভরাডুবি

কুষ্টিয়া: চতুর্থ ধাপে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১টি এবং খোকসা উপজেলা ০৯টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়, তৃতীয় ধাপের মতো চতুর্থ ধাপেও ভরাডুবি হলো নৌকার প্রার্থীদের।

রোববার (২৬ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী ফলাফলে বেসরকারিভাবে কুমারখালীর ১১টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা, আটটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন। এছাড়া খোকসা উপজেলার ৯টির মধ্যে চারটি নৌকা এবং পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন।

কুমারখালীর কয়া ইউনিয়ন পরিষদে আনারস প্রতীকে আলী হোসেন, শিলাইদহ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে গাজী বিপ্লব, জগন্নাথপুর ইউনিয়নে আনারস প্রতীক আব্দুল্লাহ আল বাকী বাদশা, সদকী ইউনিয়নে নৌকা প্রতীকে মিনহাজুল আবেদিন দ্বীপ, নন্দলালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান খোকন, চাপড়া ইউনিয়নে অটোরিকশা প্রতীকে এনামুল হক মঞ্জু, বাগুলাট ইউনিয়নে নৌকা প্রতীকে আজিজুল হক নবা বিশ্বাস, যদুবয়রা ইউনিয়নে নৌকা প্রতীকে মিজানুর রহমান মিজান, চাঁদপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে হাফিজুর রহমান তুষার, পান্টি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে হাফিজুর রহমান, চরসাদীপুর ইউনিয়নে আনারস প্রতীকে মেছের আলী খান বেসরকারিভাবে নির্বাচিত হন।

অপরদিকে, খোকসার নয়টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে নৌকা এবং ৫ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। এর মধ্যে ওসমানপুর ইউনিয়নে আনারস প্রতীকে ওহিদুল ইসলাম ডাবলু, জানিপুর ইউনিয়নে নৌকা প্রতীকে হবিবর রহমান হবি, বেতবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আখতার বিনা প্রতিদ্বন্দ্বীতায়, শিমুলিয়া ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল কুদ্দুস, শোমসপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বদর উদ্দিন খান, গোপগ্রাম ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে মোতালেব হোসেন, জয়ন্তীহাজরা ইউনিয়নে আনারস প্রতীকে টিপু, আমবাড়ীয়া ইউনিয়নে চশমা প্রতীকে আকমল হোসেন, খোকসা ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মালেক বেসরকারিভাবে নির্বাচিত হন।

স্ব-স্ব উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তারা বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

কুমারখালী উপজেলার ১১ ইউনিয়নে ১২৩টি কেন্দ্রে ও খোকসার ৯ ইউনিয়নে ১০৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।