ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মৌলভীবাজার সদরে ১২ ইউপির ৮টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
মৌলভীবাজার সদরে ১২ ইউপির ৮টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী মৌলভীবাজারে ইউপি নির্বাচনে ব্যবহৃত ভোটের সরঞ্জাম। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবেই প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে তীব্র শীত উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৪টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এরপর সন্ধ্যা পর্যন্ত চলে ভোট গননা। গননা শেষে রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সদর উপজেলার ৪টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হলেও ৮টি ইউনিয়নের ৩টিতে বিদ্রোহী ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

সর্বশেষ ফলাফল অনুযায়ী মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৫ হাজার ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু মিয়া চৌধুরী। ২ নম্বর মনুমুখ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে এমদাদ হোসেন ৩ হাজার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৩ নম্বর কামালপুর ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) আপ্পান আলী ২ হাজার ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৪ নম্বর আপার কাগাবলা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইমন মোস্তফা ৩ হাজার ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শেখ মো. বদরুজ্জামান চুনু ২ হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৬ নম্বর একাটুনা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান ৭ হাজার ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আখতার উদ্দিন ৫ হাজার ৩৪৫ ভোট বিজয়ী হয়েছেন। ৮ নম্বর কনকপুর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) রুবেল উদ্দিন ৩ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

৯ নম্বর আমতৈল ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) সুজিত চন্দ্র দাশ ৪ হাজার ৮৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) আশরাফ উদ্দিন আহমদ ৩ হাজার ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ৬ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) গোলাম মোশারফ টিটু ৫ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন অফিস ও প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৯ হাজার ১৫৯ জন। যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১২ জন প্রার্থী, বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে মোট ৬০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪২৯ জন ও নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪০ জন প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।