সাভার: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মাহবুব বলেন, এখানে যখন আসলাম, এতোগুলো বুথ দেখে আমি হতাশ। কোথাও কোন লোকজন নেই। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ আছে, র্যাব আছে কেউ কিছু বলেনি। কী নির্বাচন করছি এটা আমরা?
এ সময় এসব অভিযোগের কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এনটি