ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

হরিরামপুরে নির্বাচনী প্রভাব বিস্তারের দায়ে ১০ জনের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
হরিরামপুরে নির্বাচনী প্রভাব বিস্তারের দায়ে ১০ জনের জেল

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তার করায় ১০ জনকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ দণ্ড দেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, হরিরামপুরের গালা ইউনিয়নের কামার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে নির্বাচনী প্রভাব বিস্তার করার অপরাধে ১০ জনকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।