পিরোজপুর: পিরোজপুরের ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জেলার মঠবাড়িয়ায় ৪টি ও ভান্ডারিয়ায় ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বুধবার (০৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই সব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার মঠবাড়িয়ায় ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ও ১টিতে বিদ্রোহী প্রার্থীর বিজয় হয়েছে। এছাড়া জেলার ভান্ডারিয়ায় একটিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় হয়েছে। পঞ্চম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার মঠবাড়িয়ায় ৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে উপজেলার ধানীসাফা ইউনিয়নে মো. হারুন অর রশিদ তালুকদার (নৌকা) দাউদখালী ইউনিয়নে ফজলুল খান রাহাত, টিকিকাটা ইউনিয়নে রফিকুল ইসলাম রিপন জমাদ্দার নির্বাচিত হয়েছেন। এছাড়া ওই উপজেলার বড়মাছুয়া ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন হাওলাদার (চশমা) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মো. আ. হাই হাওলাদার (চশমা) নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
কেএআর