ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করে টি-শার্টে নৌকা প্রতীক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
নাসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করে টি-শার্টে নৌকা প্রতীক নৌকা প্রতীকের টি-শার্ট পরনে আইভীর সমর্থকরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের পক্ষে টি-শার্ট তৈরি করে তাতে ছবি ও প্রতীক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে।  

বুধবার (১২ জানুয়ারি) নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে এ আচরণবিধি লঙ্ঘন করতে দেখা যায়।

এ সময় সেই ট্রাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছবিও দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, নৌকা প্রতীকের ব্যানার ফেস্টুনসহ পিকআপভ্যানে করে কয়েকজন আইভীর সমর্থক নৌকা প্রতীক ও ছবি সম্বলিত টি-শার্ট পরিধানরত অবস্থায় নির্বাচনের প্রচারণা করছেন। বিষয়টি সম্পর্কে তাদের কাছে জানতে চাইলে তারা উল্টো প্রশ্ন করেন, এতে আচরণবিধি লঙ্ঘনের কি দেখলেন! 

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, বিষয়টি আমাদের জানা নেই, নজরেও আসেনি। আইন সবার জন্য সমান এমনটি হয়ে থাকলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।