ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক নির্বাচন

বিএনপি দলীয় সাবেক দুই এমপির ছেলে কাউন্সিলর নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
বিএনপি দলীয় সাবেক দুই এমপির ছেলে কাউন্সিলর নির্বাচিত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় সাবেক দুই সংসদ সদস্যের ছেলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।  

নারায়ণগঞ্জ ৪ আসনের (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলে গোলাম মোহাম্মদ সাদরিল নাসিক ৫ নং ওয়ার্ডে ও নারায়ণগঞ্জ ৫ আসনের (সদর-বন্দর) সাবেক সংসদ সদস্য আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা নাসিক ২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের স্বাক্ষরিত ফলাফল শিটে এ তথ্য দেখা যায়। এরা দুজনই গত সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে সাদরিল নির্বাচিত হলেও আশা পরাজিত হয়েছিলেন। সেসময় পরাজয়ের পর সংবাদ সম্মেলন করে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন আশা।

এবার নাসিক নির্বাচনে এদের দুজন শুরু থেকেই ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছেন। দুজন মাঠে কাজ করেছেন। এর মধ্যে সাদরিলকে দেখা গেছে, নবনির্বাচিত মেয়র আইভীর জন্য নৌকা প্রতীকে মিছিল করে ভোট চাইতে।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমআরপি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।