ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন: স্থগিত ১০০ কেন্দ্রের ভোট ৭ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ইউপি নির্বাচন: স্থগিত ১০০ কেন্দ্রের ভোট ৭ ফেব্রুয়ারি

ঢাকা: চতুর্থ ও পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্থগিত ১০০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

বুধবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের ভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোটগ্রহণ করা হবে।  

৭ ফেব্রুয়ারি অষ্টম ধাপের আটটি ইউপির সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে।  

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, এই পর্যন্ত ৩ হাজার ৭৭৩টি ইউপিতে ভোট সম্পন্ন হয়েছে। তফসিল দেওয়া হয়েছে, ৪ হাজার ১৩৮টি ইউপিতে। টোটাল ইউপি হলো ৪ হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউপি নিয়ে মামলা ও সীমানা জটিলতা থাকায় নির্বাচন করা যায়নি।

১০০ ভোটকেন্দ্রের তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ইইউডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।