ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট চলছে

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়ার মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম শাহীন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মোহাসিন মিয়া।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ উপজেলায় ১১টি ইউনিয়নের ৬৪টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। প্রতি কেন্দ্রেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত  সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।  

২০২১ সালের ১৩ জুলাই ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া। এরপর ডিসেম্বর মাসে তার শূন্য পদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৮৪ হাজার ২১০। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন।

বাংলাদেশ সময়ঃ ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।