ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির (বার) কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৮টিতে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭টি পদে বিএনপিপন্থীরা বিশাল ভোটের ব্যাবধানে জয় লাভ করে চমক দেখিয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এতে ৪৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নূরুল হক এবং ৪৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের এস.আই.এম মঞ্জুরুল হক বাচ্চু।
বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি পদে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ ও আজহারুল হক আজহার। সহ-সম্পাদক পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের আব্দুল্লাহ আল বাকী, মো. আব্দুল্লাহ এবং বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মাজেদুল করিম সজল, অডিটর পদে বিএনপিপন্থী ওবায়দুল হক শোভন বিজয়ী হয়েছেন।
সদস্য পদে সাতটির মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা। তারা হলেন- হাবিবুর রহমান, মারুফ রায়হান খান, মোহাম্মদ সেকান্দর আলী, মুক্তারা খাতুন মনি, সালাহ উদ্দিন আল রাশিদ ও মাহবুব আল মামুন। অন্যজন বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের নূরে আলম রিপন।
এর আগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এই নির্বাচনে ৯৪৭ জন ভোটারের মধ্যে ৮৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০২২
এমএমজেড