সাভার, (ঢাকা): রাজনৈতিকভাবে কোনো ধরনের চাপ না থাকলেও শারীরিকভাবে উচ্চ রক্তচাপ রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (১ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এমনটা জানিয়েছেন তিনি।
কোনো ধরনের প্রেসার আছে কিনা? এমন এক প্রশ্নের জবাব হাস্যরসকভাবে সিইসি কাজী হাবিবুল বলেন, আমার নিজেরই উচ্চ রক্তচাপ রয়েছে। ওই প্রেসারের সঙ্গে আর একটু দায়িত্বের চাপ রয়েছে। হয়তো আগে রাস্তায় হেঁটে বের হতাম কিন্তু, এখন সেটা কমে গেছে। এখন পায়ে শিকল পড়ে গেছে। ওইটার জন্য গতি একটু কমে গেছে। ওই প্রেসার একটু আছে।


শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইয়ে সই শেষে সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা হন তারা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এসএফ/এএটি