ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুসিক নির্বাচনে ২ বহিরাগতকে ৭ দিনের কারাদণ্ড

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
কুসিক নির্বাচনে ২ বহিরাগতকে ৭ দিনের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত দুই বহিরাগত

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দু’জন বহিরাগতকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৫ জুন) সকালের দিকে জেলা শহরের ব্রজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দের সামনে ঘোরাঘুরির সময় তাদের আটক করে এ কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বরুড়া উপজেলার এনামুল হক (২০) ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার হিরণময় ত্রিপুরা।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।