ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

আমঝুপিতে নৌকার প্রার্থীর কাছে হারলেন আন্তর্জাতিক মডেল আসিফ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
আমঝুপিতে নৌকার প্রার্থীর কাছে হারলেন আন্তর্জাতিক মডেল আসিফ  চুন্নু ও আসিফ (ডানে)

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু। এনিয়ে তৃতীয় বারের মতো চেয়ারম্যান হলেন তিনি।

তার কাছে হেরে গেছেন আন্তর্জাতিক সুপার মডেল আসিফ আজিম।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।  

ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীক নিয়ে চুন্নু পেয়েছেন ৮ হাজার ৫২ ভোট। ঘোড়া প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৪৬৫ ভোট।  

এছাড়া আনারস প্রতীক নিয়ে আন্তর্জাতিক সুপার মডেল আসিফ আজিম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। একটি বিশ্বস্ত সূত্রে এ ফলাফল পাওয়া গেছে।  

আমঝুপি ইউনিয়নে মোট ভোটার ২৮ হাজার ৭৪৩ জন। ইউনিয়নের ১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।