ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শরীয়তপুরের ৭ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০২২
শরীয়তপুরের ৭ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার একটি ও জাজিরা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এতে দেখা যায়, আওয়ামী লীগের ঘাটি খ্যাত এসব এলাকায় একাধিক যোগ্য প্রার্থী থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করা হয় নির্বাচন। আর বিএনপি দলীয়ভাবে ভোটে অংশগ্রহণ করেনি। তাই এবার সব প্রার্থীই ছিলেন স্বতন্ত্র।

সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে আনারস প্রতীকের আব্দুস সালাম হাওলাদার এবং জাজিরা উপজেলার পূর্বনাওডোবায় টেবিল ফ্যান প্রতীকের আলতাফ হোসেন খান, বি কে নগরে মোটরসাইকেল প্রতীকের এসকেন্দার ভুইয়া, কুন্ডেরচরে মোটরসাইকেল প্রতীকের আকতার হোসেন, বিলাসপুরে মোটরসাইকেল প্রতীকের আব্দুল কুদ্দুস বেপারী, পালেরচরে চশমা প্রতীকের আবুল হোসেন ফরাজী ও বড়গোপালপুরে আনারস প্রতীকের মাহবুবুর রহমান লিটু সরদার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।