ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

কুসিক ভোটে জয়ীদের গেজেট প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ২৬, ২০২২
কুসিক ভোটে জয়ীদের গেজেট প্রকাশ

ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ সরকারি মুদ্রণালয় রোববার (২৬ জুন) গেজেট ছাপিয়ে নির্বাচন কমিশনে পাঠিয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর স্বাক্ষরে একজন মেয়র, নয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ২৭ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়েছে।

গত ২৩ জুন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মিজানুর রহমান গেজেট ছাপিয়ে নির্বাচন কমিশনে পাঠাতে বিজি প্রেসের উপ-পরিচালককে চিঠি দিয়েছিলেন।

গত ১৫ জুন কুসিক নির্বাচনের ভোটগ্রহণ করেছে ইসি। এতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৩৪৩ ভোট বেশি পেয়ে দুইবারের মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়েছেন।

নির্বাচনের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভির আওয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিতদের তালিকা

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।