ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধায় আ.লীগের প্রার্থী আবু বকর বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
গাইবান্ধায় আ.লীগের প্রার্থী আবু বকর বিজয়ী

গাইবান্ধা: গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তালগাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৮৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত আতাউর রহমান সরকার পেয়েছেন ৫২৩ ভোট। তার প্রতীক ছিল ঘোড়া।  এছাড়া হেলিকপ্টার প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন পাঁচ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অলিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।