ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোপালপুরে ভোট কেন্দ্রের সামনে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলেন স্বপন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
গোপালপুরে ভোট কেন্দ্রের সামনে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলেন স্বপন 

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদের (ইউপি)  উপনির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভোট কেন্দ্রের সামনে থেকে ধারালো অস্ত্রসহ স্বপন আলী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ৯টার দিকে মাকুল্যা সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
আটক স্বপন আলী একই ইউনিনের রায়ের মাকুল্যা গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।

গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বলেন, ভোট কেন্দ্রের সামনে স্বপন আলী ধারালো অস্ত্র  ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিলেন। খবর পেয়ে তাকে কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়। তার নামে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।