ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মদনের নায়েকপুর উপ-নির্বাচনে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
মদনের নায়েকপুর উপ-নির্বাচনে নৌকার জয় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূঁইয়া

নেত্রকোনা: ৩ হাজার ৬ ভোট পেয়ে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফখরুল ইসলাম খান হেভেন পেয়েছেন ২ হাজার ৬১৭ ভোট।

 

ইউপি চেয়ারম্যান পদে বুধবার (২ নভম্বের) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হয়।  

এছাড়া ওই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম খোকন মাস্টার (চশমা), সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতিকুর রহমান রোমান (ঘোড়া), মো. ফখরুল ইসলাম খান হেভেন (আনারস), মোছা. সেতু আক্তার মনি (টেলিফোন), সিমন আহমেদ (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে ১৬ হাজার ৫৬১ জন ভোটের মধ্যে ১০ হাজার ৪৭৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।  

এর আগে, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান (হবু মাতুব্বর) নির্বাচিত হন। সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হওয়ায় তা শূন্য ঘোষণা করলে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, অবাধ ও সুষ্ঠুভাবে নায়কেপুর ইউপি চেয়ারম্যান পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।