ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রথম নারী চেয়ারম্যান পেল চান্দিনার মহিচাইল ইউপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
প্রথম নারী চেয়ারম্যান পেল চান্দিনার মহিচাইল ইউপি

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাকসুদা আক্তার বিজয়ী হয়েছেন।  

চান্দিনা উপজেলার কোনো ইউনিয়নে তার আগে কোনো নারী চেয়ারম্যান নির্বাচিত হননি।

আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ২৮৪ ভোট।

মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ১৩৫ ভোট।  

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট।  

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ৪টার পরও অনেককে ভোট দিতে দেখা গেছে।  

রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কন্ট্রোল রুম থেকে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আশরাফুল হোসেন।

এ ইউনিয়নে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি তিন প্রার্থীর মধ্যে অটোরিকশা প্রতীক নিয়ে লোকমান হোসেন শাহজাহান ১ হাজার ৮৩৬ ভোট, চশমা প্রতীক নিয়ে ময়নাল হোসেন ভূঁইয়া ৬৫৮ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোজাম্মেল হক পান ১ হাজার ৫৯৮ ভোট।  

নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদা আক্তার মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিনের স্ত্রী।

সূত্র জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি চান্দিনার ১২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও মেয়াদোত্তীর্ণ না হওয়ায় নির্বাচন হয়নি মহিচাইল ইউনিয়নে। মেয়াদ শেষ হওয়ার পরও নানা কারণে বিলম্বিত হয়ে চলতি বছরের ৬ জুন এ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠে নামার পর গত ১১ জুলাই দিনগত রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম রুহুল আমিনের মৃত্যু হয়। ফলে গত ২০ জুলাই ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ২০ সেপ্টেম্বর আবার তফসিল ঘোষণা হলে নির্বাচনী মাঠে নামেন রুহুল আমিনের স্ত্রী মাকসুদা আক্তার।  শেষ পর্যন্ত চান্দিনা উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নাম লেখালেন মাকসুদা আক্তার।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।