ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ২৮ এপ্রিল

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ২৮ এপ্রিল

নীলফামারী: জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন হবে। আগামী ২৮ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ মার্চ। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়ের ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু (৬০) গত ১৯ জানুয়ারি রাতে কম্বল বিতরণের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফলে পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।