ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

সিরাজগঞ্জে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সিরাজগঞ্জে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ

সিরাজগঞ্জ: কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নির্দেশনা সিরাজগঞ্জের ৬টি পৌরসভার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে আওয়ামী লীগের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে।

জেলার ৬টি পৌরসভার প্রত্যাশীরা জেলা নেতাদের কাছে সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকার গ্রহণকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল, সিরাজগঞ্জ-পাবনা আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।