ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

দুপুরে ইসি’তে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
দুপুরে ইসি’তে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা: পৌর নির্বাচন ১৫ দিন পেছানোসহ বেশ কিছু দাবিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবে বলে জানা গেছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে দলটি ইসি’তে যাচ্ছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়েরুল কবির খান।



তিনি জানান, পৌর নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে এই সাক্ষাৎকারে।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে একই দাবিতে বিএনপি’র তিন সদস্যের প্রতিনিধি দল ইসি কার্যালয়ে সংস্থাটির সচিব সিরাজুল ইসলামের সঙ্গে দেখা করেন।

গত শুক্রবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ দিন পেছানোর শর্ত সাপেক্ষে পৌরসভা নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অংশ নেবে বলে জানান দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এজেড/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।