ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ড. ওসমান ফারুকের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলটি ইসিতে প্রবেশ করে।



প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, সামছুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, এসএম আবদুল হালিম, ক্যাপ্টেন সুজা উদ্দিন ও শায়রুল কবির।

এরই মধ্যে দলটির পক্ষ থেকে পৌর নির্বাচনের তারিখ আরও ১৫দিন পেছানোর দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী ৩০ ডিসেম্বর প্রথম পর্বে সারা দেশে ২৩৬টি পৌরসভায় এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।