ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

হাতিয়া পৌরসভায় আ’লীগের প্রার্থী ইউছুফ আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
হাতিয়া পৌরসভায় আ’লীগের প্রার্থী ইউছুফ আলী এ কে এম ইউছুফ আলী

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ কে এম ইউছুফ আলী নিজে গণভবন থেকে তার প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন।



নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে এ কে এম ইউছুফ আলীর প্রত্যয়নপত্র সংগ্রহের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

৩০ ডিসেম্বর সারা দেশের মতো হাতিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। হাতিয়া পৌরসভা ভৌগলিকভাবে ৩৫ বর্গকিলোমিটার এলাকা। ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওর্য়াড নিয়ে হাতিয়া পৌরসভায় ভোটার সংখ্যা ২৭ হাজার ১১২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৩৩৬ জন, পুরুষ ভোটার ১৩ হাজার ৭৭৩ জন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।